• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিপদসীমার নিচে তিস্তার পানি, কেটে গেছে শঙ্কা

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০২৩, ২২:৪৯
কুড়িগ্রাম প্রতিনিধি

কমতে শুরু করেছে তিস্তার পানি। ফলে আপাতত বন্যার শঙ্কা কেটে গেছে। শুক্রবার (৬ অক্টোবর) তিস্তার পানি আবারো কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও বড় বন্যার আশঙ্কা নেই।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) এমনটিই জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

এর আগে বুধবার (৪ অক্টোবর) ভারতের সিকিমে আকস্মিক বন্যা ও তিস্তার একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশের উত্তরের পাঁচ জেলার তিস্তা তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কার পূর্বাভাস দেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

উজানের ঢলে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বাংলাদেশের নীলফামারীর ডালিয়া ও রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে। কয়েকটি স্থানে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। তবে বৃহস্পতিবার সকালের পর থেকে কমতে শুরু করে। দিনভর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়।

পাউবো, কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। কিন্তু কয়েক ঘণ্টা পর বেলা ৩টায় তা ৩৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে। সন্ধ্যা ৬টায় তা আরও কমে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে নেমে আসে। এ সময় পর্যন্ত পানিপ্রবাহ হ্রাস পাচ্ছিলো।

এদিকে, সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে জেলার রাজারহাট ও উলিপুরে তিস্তা তীরবর্তী ছয়টি ইউনিয়নে বাড়তি সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করতে মাইকিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। তবে বৃহস্পতিবার সকালের পর পানি কমতে শুরু করলে তিস্তা তীরবর্তী বাসিন্দাদের মাঝে স্বস্তি ফেরে।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, পানি কমতে শুরু করেছে। আকস্মিক যে বন্যার আশঙ্কা করা হচ্ছিলো তা কেটে গেছে বলেই মনে হচ্ছে। যদিও শুক্রবার পানি আবারো কিছুটা বাড়তে পারে। তবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কুড়িগ্রাম,শঙ্কা,পানি,বিপদসীমা,তিস্তা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close