• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপি না আসলেও নির্বাচন অনুষ্ঠিত হবে: রেজাউল করিম

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০২৩, ১৩:৫২
পটুয়াখালী প্রতিনিধি

বিএনপি না আসলেও নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শ ম রেজাউল করিম বলেন, বিএনপি নির্বাচনে আসবে না মূলত বিজয়ী হতে পারবে না জেনে। বিশ দলীয় জোটে অনেক দল আছে, তাদের নামও জানি না। ১২ দলীয় একটি জোট হয়েছে, সেখানে একটি দলেরও রেজিস্ট্রেশন নেই। এ জাতীয় লোকেরা হালুয়া রুটির লোভে এখানে-ওখানে যাবে।

তিনি বলেন, বিএনপিতে নেতৃত্ব দেয়ার মতো কোনো নেতা নেই। ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেনকে এনেছিলো তিনিও সরে গেছেন। এখন বিএনপি দিশেহারা অবস্থায়। বিএনপি নির্বাচনে না আলেও নির্বাচন বসে থাকবে না।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ১৯৭০ সালের নির্বাচনে মওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে আসে নাই। তাতে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকে নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলো, বাংলাদেশ স্বাধীন হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পটুয়াখালী,শ ম রেজাউল করিম,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী,নির্বাচন,বিএনপি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close