• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নড়াইলের ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০২৩, ১৮:৪২
শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লিজা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া হাসপাতালের আর এম ও ডাঃ আব্দুলাহ-আল-মামুন।

পরিবার সুত্রে জানা গেছে , উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আজিজুর শেখের স্ত্রী লিজা বেগম গত শনিবার রাতে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর,ওই গৃহবধূর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রবিবার রাতে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। এরপর সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক তার ডেঙ্গু পরীক্ষা করার পর ডেঙ্গু পজেটিভ আসে। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লিজা বেগম মৃতু হয়।

এব্যাপারে লোহাগড়া হাসপাতালের আর এম ও ডাঃ আব্দুল আল মামুন বলেন,ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লিজা বেগমের মৃত্যু হয়েছে। লিজা বেগম উপজেলার নোয়াপাড়া গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে দুই সন্তানের জননী। এবং পদ্মবিলা গ্রামের আজিজুর শেখের স্ত্রী।

নিহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close