• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাউফলে গৃহকর্মীকে বেঁধে ডাকাতি

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০২৩, ১৮:১১
বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া গ্রামে সোমবার গভীর রাতে বন বিভাগের আইন কর্মকর্তা মো. রেজাউল করিমের বাড়িতে ঘটেছে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা।

বন কর্মকর্তা রেজাউল করিমের ছেলে চ্যানেল২৪ এর নিউজ প্রেজেন্টার মেহেদী হাসান জানান, সোমবার রাত আনুমানিক ২টার দিকে, ৫সদস্যের মুখোশধারী ডাকাত দল বাড়ির প্রবেশ মুখে থাকা দরজাটি বাহির থেকে ভেঙে ভিতরে প্রবেশ করে, এরপর অস্ত্রের মুখে আমার মায়ের হাত পা মুখ ও চোখ বেঁধে ডাকাত দল বাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে স্বর্নলংকার এবং নগদ টাকা পয়শা লুটপাট করে।

রেজাউল করিমের স্ত্রী পারুল বেগম জানান, ৮ভরি স্বর্নালংকার এবং নিজের জমানো ৫০হাজার টাকাসহ তাঁর স্বামীর ব্রিফকেসে থাকা ডিপিএসের সব টাকা নিয়ে যায় ডাকাত দল।

এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুর হক।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুর হক বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠাই, তদন্ত চলছে এবং অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।

সম্প্রতি বাউফল উপজেলার দাশপাড়া, কালাইয়া এবং কেশবপুরে প্রায়ই ঘটছে এই ডাকাতির ঘটনা। ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনেও বিরাজ করছে আতঙ্ক।

ডাকাতি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close