• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাইলট আহত, গ্ৰেফতার ৩

প্রকাশ:  ২২ অক্টোবর ২০২৩, ১৭:৪৪ | আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮:৪২
সাভার প্রতিনিধি

সাভারে এক জিডি পাইলটকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন পেশাদার ছিনতাইকারীকে গ্ৰেফতার করেছে পুলিশ।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও ট্রাফিক (উত্তর) আব্দুল্লাহিল কাফী।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সুজন (২৮), মো. আশিক (২৫) ও রাকিবুল হাসান (১৮)।তারা সবাই সাভারের বিভিন্ন এলাকার অস্থায়ী বাসিন্দা। এদের প্রত্যেকের বিরুদ্ধেই সাভার মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ছিনতাইকৃত মোবাইলসহ দুটি সুইচ গিয়ার। গ্ৰেপ্তারকৃতরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর নিকুঞ্জ এলাকার বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে সাভারের বাসায় ফেরার পথে সাভারের পৌর এলাকা রাজাশন জি.কে গার্মেন্টসের সামনে ছিনতাইয়ের শিকার হন ভুক্তভোগী ট্রেইনি পাইলট এস. কে ফয়সাল অমি (২৮)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, ছিনতাইয়ের ঘটনার পরদিন ৬ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে। সর্বশেষ শনিবার রাতে এ ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে সাভারের মজিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ছুরিকাঘাত,সাভার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close