• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাউজানে বিজয়া দশমীতে উৎসবমুখর পরিবেশে ২৩৩টি প্রতিমা বিসর্জন

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০২৩, ১২:৫৭
নেজাম উদ্দিন, রাউজান প্রতিনিধি

বিজয়া দশমির দিনে রাউজান উপজেলা সদরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান

অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজানের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এখানে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। সবাই উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করে। এই উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মডেল। এর ধারাবাহিকতা বজায় রেখে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ভোট ব্যালটে নির্বাচিত করতে হবে। ২৪ অক্টোবর মঙ্গলবার পৌরসভার ৮ নং ওয়ার্ডের অপরাজিতা সেবাশ্রম মাঠে প্রতিমা বিসর্জন উপলক্ষে বিজয়া দশমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানের সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী। সাধারণ সম্পাদক সুমন দে ও ছাত্রলীগ নেতা

অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরু, রবীন্দ্র লাল চৌধুরী, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান। উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, সাংবাদিক প্রদীপ শীল, অশোক পালিত, তপন দে, আবু ছালেক, সাজু পালিত, মোহাম্মদ আসিফ, অনুপ চক্রবর্তী,উজ্জ্বল কান্তি দাশ, দীলিপ দে।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন দক্ষিণ রাউজানের কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে বিজয়া দশমীতে শতাধিক প্রতিমা বিসর্জন দেন পূজার্থীরা। অনুষ্ঠানে দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর রাউজান উপজেলায় ২৩৩ টি পূজা মন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।

দুর্গা পূজা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close