• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

না. গঞ্জে যুবদল-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ তিন

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৩৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি

হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মিছিল বের করলে যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে যুবদলের তিন কর্মী গুলিবিদ্ধ হন।

রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মহানগর যুবদলের ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, আমাদের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাব এলাকায় হরতালের সমর্থনে মিছিলের জন্য জড়ো হচ্ছিলেন। তখন পুলিশ আমাদের নেতাকর্মীদের লক্ষ্য গুলি ছুড়ে। এসময় ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়।

নারায়ণগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়তে হয়।

সারা দেশে রোববার (২৯ অক্টোবর) বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের হরতাল চলছে। এর আগে, শনিবার (২৮ অক্টোবর) রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেয় বিএনপি।

গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীও একইদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নারায়ণগঞ্জ,গুলিবিদ্ধ,যুবদল,পুলিশ,সংঘর্ষ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close