• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নরসিংদীর বাবুরহাটের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০২৩, ০৯:৫১
নরসিংদী প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৯ অক্টোবর) রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে ওই বাজারে আগুন লাগে।

আগুন লাগার পর নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, বাবুরহাটের কাপড়পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সাদেকুল বারি বলেছিলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। কোনো হতাহতের খবর পাইনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এরই মধ্যে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আগুন,নরসিংদী,বাবুরহাট,নিয়ন্ত্রণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close