• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাতে ঢাকার তিন স্থানে পিকআপ-প্রাইভেটকারে আগুন

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০২৩, ০০:২০ | আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০০:৩৭
নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার তিন স্থানে পিকআপ-প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সোয়া ১০টার দিকে নীলক্ষেত মোড়, পলাশী মোড় ও কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে রাখা ছিলো।

রাত সোয়া ১০টার দিকে নীলক্ষেত মোড়ে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ওই ঘটনার কিছুক্ষণ পর কারওয়ান বাজার এলাকায় আরেকটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। গাড়িতে থাকা সোফা সেটে আগুন ধরলেও, স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, নীলক্ষেত মোড়ে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আগুন,প্রাইভেটকার,রাজধানী,পলাশী মোড়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close