• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কিশোরগঞ্জের চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২৩, ০১:৪১
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের চার উপজেলা সদর, হোসেনপুর, পাকুন্দিয়া ও তাড়াইলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার পর থেকে বিদ্যুৎ সরবরাহের এ বিপর্যয় ঘটে।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. জুলফিকার জানান, কিশোরগঞ্জের গ্রিডে বড় ধরনের ফল্ট হওয়ায় চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে কাজ চলছে। কাজ শেষ হতে অনেক সময় লাগবে।

এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। কখন বিদ্যুৎ আসবে সেই অপেক্ষায় আছেন তারা।

কিশোরগঞ্জ সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. আনিসুজ্জামান খোকন জানান, বিদ্যুৎ সরবরাহ চালু করতে কাজ করছে সমিতির লোকজন।

কাজ শেষ হলে গ্রাহকরা বিদ্যুৎ পাবেন বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বন্ধ,সরবরাহ,কিশোরগঞ্জ,উপজেলা,বিদ্যুৎ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close