• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঘূর্ণিঝড় ‘মিধিলি’

সাগর উত্তাল, ২০ ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২৩, ১২:৪২
বরগুনা প্রতিনিধি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে পরিণত হয়েছে। এর প্রভাবে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে বরগুনায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাগর উত্তাল থাকলেও বরগুনায় মাছ ধরার বেশির ভাগ ট্রলার এখনো তীরে ফেরেনি। এর মধ্যে ২০ ট্রলারসহ ৩০০ জেলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না মালিক সমিতি।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানায়, বরগুনার প্রায় দেড় হাজার ট্রলার গভীর সাগরে মাছ শিকার করে। বর্তমানে সকল ট্রলার কিনারায় ফিরলেও ২০টি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় জেলেপল্লিতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। আমরা তাদের সন্ধানে চেষ্টা চালাচ্ছি।

ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১০টায় প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সুবর্ণজয়ন্তী সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ২০টি ট্রলারসহ জেলে নিখোঁজের বিষয়টি জেনেছি। তাদের সন্ধানের কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য সমিতিকে নিখোঁজ জেলেদের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঘূর্ণিঝড়,মিধিলি,বরগুনা,নিখোঁজ,সাগর,উত্তাল,জেলে,ট্রলার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close