• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বগুড়া-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ম. আব্দুর রাজ্জাক

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০২৩, ২৩:৪১ | আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২৩:৫৩
নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে মনোনয়ন প্রত্যাশি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ)’র সদস্য, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী ম. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৮ নভেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সহস্রাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম. আব্দুর রাজ্জাক বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির যাত্রা অব্যাহত রাখতে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। ৭ জানুয়ারি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) থেকে মনোনয়ন দেন, আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে এই আসনটি উপহার দেওয়ার চেষ্টা করবো। আমি নির্বাচিত হলে গরীব অসহায় পিছিয়ে পরা জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো।

এর আগে মনোনয়ন ফরম সংগ্রহের আগে বিশাল মিছিল নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন ম. আব্দুর রাজ্জাক।

এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, সারিয়াকান্দি-সোনাতোলার সকল নেতাকর্মী ও আপামর জনগণের ঐক্য সংহতির জন্য ম. আব্দুর রাজ্জাকের কোনো বিকল্প নেই। কারণ নদী ভাঙা এই এলাকার উন্নয়নের কান্ডারি একমাত্র তিনিই হতে পারেন।

মিছিলে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ, সারিয়াকান্দির পৌর মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহান সাগর, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সারিয়াকান্দি উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাফি, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, বোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বোহাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা টুকু, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিমন, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সোহাগ মিয়া, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লিখন মিয়া, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মমিন মিয়া উপস্থিত ছিলেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ম. আব্দুর রাজ্জাক,সংগ্রহ,মনোনয়ন ফরম,আসন,বগুড়া,জাতীয় সংসদ,নির্বাচন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close