• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘রংপুর এক্সপ্রেস’কে উদ্ধারে আসা ট্রেনের ‘ভুম’ বিকল

প্রকাশ:  ২১ নভেম্বর ২০২৩, ১৪:০৮ | আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৪:১১
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে কাছাকাছি বেথৈর তারাবাড়ি এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার কাজ করতে ঢাকা থেকে আসা রিলিফ ট্রেনের ভুমের সেন্সর বিকল হয়ে পড়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে আসে। এর আগে ভোর পৌনে ৫টার দিকে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, রিলফ ট্রেনের একটি সেন্সরে সমস্যা দেখা দেওয়ায় ক্রেনের ভুম বের হচ্ছে না। এ কারণে লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে একটু বিলম্ব হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বলেন, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোররাতে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে টাঙ্গাইল রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। ফলে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছবেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পূর্বপশ্চিমবিডি/এসএম

টাঙ্গাইল,বিকল,ভুম,ট্রেন,উদ্ধার,রংপুর এক্সপ্রেস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close