• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৫৭ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০২৩, ১১:৫৫ | আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১১:৫৭
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৫৭ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে বেশিরভাগ নারী-শিশু। তারা উখিয়া-টেকনাফ ক্যাম্পের বাসিন্দা।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়ার মেরিন ড্রাইভের সমুদ্রসৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

এ সময় মোহাম্মদ ইয়াছিন নামে এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াছিন টেকনাফের মহেষখালীপাড়া এলাকার বাসিন্দা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মেরিন ড্রাইভের সমুদ্রসৈকত এলাকা থেকে ৫৭ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শীর্ষ দালাল ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া মোহাম্মদ সৈয়দ বলেন, তিন শিশুসন্তানসহ সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করি। দালালকে ৪০ হাজার টাকা দিয়েছি। বাকি দুই লাখ টাকা মালয়েশিয়ার গিয়ে দেওয়ার কথা ছিলো। কিন্তু দালালরা টেকনাফের পাহাড়ে পাঁচ দিন আটকে রাখে আমাদের। অবশেষে যাত্রাপথে উদ্ধার করে পুলিশ। তবে দালালদের কাছে পাহাড়ে আরও অনেক রোহিঙ্গা জিম্মি রয়েছে। তাদেরও পাচার করা হবে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এসময় এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মানবপাচারসহ থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কক্সবাজার,উদ্ধার,রোহিঙ্গা,সাগরপথ,মালয়েশিয়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close