• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে সাবেক হেড মাঝিকে কুপিয়ে হত্যা

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০২৩, ১৫:৫১ | আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৫:৫৫
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহ (৫০) নামের সাবেক এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে আসরার সন্ত্রাসীরা।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালীর ক্যাম্প-১৯ এর ইয়াছিন জোহারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আতাউল্লাহ ওই ক্যাম্পের মৃত জালাল আহমেদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আরসার লোকজন উখিয়ার থাইংখালীর এফডিএমএন ক্যাম্পের ইয়াছিন জোহার দোকানের সামনে আতাউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা লোকজন ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আতাউল্লাহকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কক্সবাজার,কুপিয়ে হত্যা,হেড মাঝি,রোহিঙ্গা ক্যাম্প

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close