• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ময়মনসিংহ-৩ আসনে আ.লীগের হাইব্রিড নেতার মনোনয়ন বাতিলের দাবি

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০২৩, ২০:২৭
হলি সিয়াম শ্রাবণ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত এডভোকেট নিলুফার আনজুম পপিকে হাইব্রিড নেতা উল্লেখ করে তাঁর মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতাদের মাঝে কাউকে মনোনয়ন দেয়ার জোরালো দাবি করেছেন মনোনয়ন বঞ্চিত ছয় নেতা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে গৌরীপুর পৌর শহরের হারুন পার্ক এলায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচীর সমাবেশে এ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি করেন তাঁরা। এসময় দলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন- এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নিলুফার আনজুম পপি ছাত্রজীবনে জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী ছিলেন। তার বাবা ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, এক ভাই ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও অন্য এক ভাই ছিলেন যুবদল নেতা। যার রক্তে বইছে বিএনপির আমরা কি তাকে ভোট দিতে পারি ?

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফ হাসান অণু, সদস্য একেএম আব্দুর রফিক, সদস্য মোঃ মুর্শেদুজ্জামান সেলিম, উপদেষ্টা নাজনীন আলম।

সমাবেশে বক্তাগণ এডভোকেট নিলুফার আনজুম পপিকে আওয়ামী লীগের একজন হাইব্রিড নেতা উল্লেখ করে তার মনোনয়ন বাতিলের জন্য জোরালো দাবি করেন। পাশাপাশি দলের ত্যাগী নেতাদের মাঝে কাউকে মনোনয়ন দিলে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাঁরা।

মনোনয়ন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close