• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজধানীতে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ:  ০২ ডিসেম্বর ২০২৩, ১৫:২২
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বনশ্রীতে একটি বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আফিয়া মোর্শেদা চৈতি (৩২)।

নিহতের ভাই ওমর ফারুক বলেন, তৌহিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে আমার বোনের বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিলো না। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া লেগে থাকতো। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজ রুমের গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ফাঁস দেন। পরে খবর পেয়ে এসে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে চৈতিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম বলেন, আমরা তার ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটিতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চৈতি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উদ্ধার,মরদেহ,রাজধানী,ঝুলন্ত,গৃহবধূ,বাসা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close