• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধপক্ষ দিবস উদযাপন

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০২৩, ১৪:০৯
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ দিবস উদযাপন করেছে ইয়ুথ গ্রুপ। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’। দিবস উপলক্ষে উন্নয়ন সংস্থার ব্র্যাকের আয়োজনে অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় মানববন্ধন, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার নওগাঁ শহরের বালুডাঙ্গা এলাকার বাইপাস মোড়ে কারিগরি ও বাণিজ্যিক কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কলেজের সামনে মেইন রোডে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্র্যাকের অধিকার এখানে, এখনই প্রকল্পের ৬টি ইয়ুথ গ্রুপের শতাধিক তরুণ-যুবরা অংশগ্রহণ করে। পরে অনুষ্ঠিত সভায় ১নং গ্রুপের সমন্বয়ক ইসরাফিলের সভাপতিত্ব ও ৫নং গ্রুপের সমন্বয়ক সারজিনার সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, ব্র্যাকের অধিকার এখানে প্রকল্পের নওগাঁ জেলা ইয়ুথ মবিলাইজার ফারজানা রেজা রুমি, ইয়ুথ ভলেন্টিয়ার সদস্য অগ্র সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ইয়ুথ গ্রুপের বিভিন্ন দলের সদস্যদের পুরস্কৃত করা হয়।

নারী নির্যাতন,দিবস পালন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close