• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাতে ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষদের কম্বল দিলেন ডিসি

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৪২
পূর্বপশ্চিম ডেস্ক

কয়েক দিন যাবত টাঙ্গাইলে জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে টাঙ্গাইলের ছিন্নমূল মানুষদের রক্ষা করতে রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. কায়ছারুল ইসলাম।

মঙ্গলবার রাতে পাঁচ শতাধিক কম্বল হাসপাতাল, রেলস্টেশন, বাসস্টেশনসহ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বিতরণ করেন তিনি। এছাড়াও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন জেলা প্রশাসক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

জেলা প্রশাসক সরকার মোহাম্মদ কায়ছারুল ইসলাম বলেন, টাঙ্গাইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, নতুন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক (ডিসি),শীতবস্ত্র,টাঙ্গাইল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close