• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সীমান্তে বিএসএফের গুলি, তিন চোরাকারবারি আহত

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৭
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু আনতে গিয়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি চোরাকারবারি আহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভারতীয় কাঁটাতারের বেড়ার নিকট এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহদের মধ্যে দুইজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর অপরজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে।

আহতরা হলেন- উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), গেন্দুকড়ি এলাকার বাসিন্দা সুজন চন্দ্র (২২), একই এলাকার গোতামারী বিলুপ্ত ছিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।

জানা গেছে, উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকার পিলার নম্বর ৯০১ হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়া এলাকায় শনিবার ভোররাতে ওই তিন চোরাকারবারিসহ আরো বেশ কয়েকজনের একটি দল কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিলো।

এ সময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ওই তিন চোরাকারবারি গুলিবিদ্ধ হন। এ সময় তাদের অন্য সঙ্গীরা পালিয়ে যায়।

গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা জানান, তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন।

দইখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক বশির উল্লাহ বলেন, বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, দইখাওয়া সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহতের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি ভালো করে খোঁজখবর নিচ্ছি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

লালমনিরহাট,আহত,সীমান্তে বিএসএফের গুলি, তিন চোরাকারবারি,চোরাকারবারি,গুলি,সীমান্ত,বিএসএফ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close