• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নওগাঁ-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আইয়ুব, প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ

প্রকাশ:  ২১ ডিসেম্বর ২০২৩, ১৯:৩২
পূর্বপশ্চিম ডেস্ক

১ শতাংশ ভোটারের সমর্থনে গরমিল পাওয়ায় নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আইয়ুব হোসেনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।

গত ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় ১ শতাংশ ভোটারের তথ্য গরমিল পাওয়ার কারণ দেখিয়ে মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আপিল করার পর গত ১৪ ডিসেম্বর নামঞ্জুর করে নির্বাচন কমিশন। পর তিনি হাইকোর্টে রিট করেন।

মনোনয়ন ফিরে পাওয়ার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আইয়ুব হোসেন জানান, সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। জীবনে কোনো কিছু পাইনি। এবার আমি দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। নওগাঁ-২ আসনের উন্নয়নের জন্য আমি প্রার্থী হয়েছি। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।

নওগাঁ-২ আসন,প্রার্থিতা,আইয়ুব,স্বতন্ত্র

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close