• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০২৩, ২১:০৫
পূর্বপশ্চিম ডেস্ক

হবিগঞ্জ জেলা প্রশাসক, চাঁদপুর মতলব উত্তর থানা ও মাদারীপুরের ডাসার থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং গাজীপুরের কালীগঞ্জ থানার একজন পরিদর্শককে (তদন্ত) প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২৫ ডিসেম্বর) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তার স্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য বলা হয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে দেওয়া আলাদা চিঠিতে জানানো হয়েছে, চাঁদপুর মতলব উত্তর থানার ওসি রাশেদ মোবারক এবং মাদারীপুরের ডাসার থানার ওসি মো. কামাল হোসেনকে প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে ইসি। এই দুই থানায় নতুন ওসি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গাজীপুরের কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তীকে প্রত্যাহার করার সিদ্ধান্ত দিয়েছে ইসি।

হবিগঞ্জ,জেলা প্রশাসক (ডিসি),নির্বাচন কমিশন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close