• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডা. মুরাদের নির্বাচনী কেন্দ্র ভাঙচুর, আহত ৮

প্রকাশ:  ২৬ ডিসেম্বর ২০২৩, ১৩:২৯
জামালপুর সংবাদদাতা

জামালপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের নির্বাচনী কেন্দ্র ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে আহত হয়েছেন আটজন। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাড়িয়াপাড়া এলাকায় নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় পাশে থাকা ডা. মুরাদ হাসানের নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে৷ আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আটজন আহত হন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জামালপুর,আহত,নির্বাচনী কেন্দ্র,ভাঙচুর,ডা. মুরাদ হাসান

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close