• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্বাচন বর্জনে কালীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:১৪
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে উপজেলার বানুড়িয়া বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় নির্বাচনের বিপক্ষে সড়কে বিক্ষোভ করে নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা সদস্য মফিজুল ইসলাম নান্নু, আলী রেজা লিটু, আব্বাস আলী, পিয়ার আলী, আবু বক্কর রাজু, জাফর ইকবাল, রবজেল মেম্বার, আতিয়ার মেম্বার, ভিপি শহিদুল, ফিরোজ তারেক, ইকবাল, মোক্তার, আনসার, ঝন্টু মিয়া, তৌহিদ, উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন, মাহমুদ পিয়াল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদ,আব্দুল লতিফ মন্ডল, সদস্য জাকির হোসন, শহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, জসিম মেম্বর, এরশাদ হোসেন, এমরান, জলিল রানা, দিপু পারভেজ, জামাল হোসেন, সাদ্দাম হোসেন, বিপ্লব, আরিফ, সিঙ্গার বাবু, আরব হোসেন, মজিদ,ইকবাল, টুকু মিয়া, শিপন, জাহাঙ্গীর, জাকির, আশিক, তাঁতি দলের আহবায়ক আজিজুল ইসলাম বাটুল, সিঙ্গার বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন তপন, যুগ্ম আহবায়ক সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, এরশাদ হোসেন সোনা, হাসানুজ্জামান লিসান, ওমর ফারুক টোকন, বিপুল হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি শুভ আহমেদ জনি, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, ফিরেজ ইকবাল, শাহাদাত হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরণ, উপজেলা ছাত্রদলের সদস্য মনিরুজ্জামান মুন্না, চঞ্চল হোসেন, সাব্বির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়ারুল ইসলাম, আশরাফুল ইসলাম নিরব, টিটোন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হোসেন, হারুনর রশীদ রাজা, ইউনিয়ন ছাত্রদলের আলামিন হেসেন, মিরাজ হোসেন, আল আমিন প্রিন্স, সাইমন, ইনসান, কামরুল হোসেন, আরিফ, শুভ আহমেদ, তুষার আহমেদ, সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ আগামী ৭ জানুয়ারি সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করে বলেন, তাদের প্রার্থী ঠিক করা আছে। ভোট দিলেও যা হবে, না দিলেও তাই হবে। এই একতরফা নির্বাচন বর্জন করে অচিরেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

ঝিনাইদহ,কালীগঞ্জ,বিএনপি,লিফলেট বিতরণ,নির্বাচন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close