• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুলাউড়ায় ছিড়া হচ্ছে নৌকার পোষ্টার, দেয়া হেচ্ছ হুমকি!

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০২৪, ১৪:০৮
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার—২ কুলাউড়া সংসদী আসনে নৌকার পোষ্টার ছিড়ার অভিযোগ উঠেছে। ওই আসনে নৌকার প্রার্থী আ’লীগের কেন্দ্রী সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন নৌকার মার্কার প্রধান নির্বাচনী এজেন্ট রফিকুল ইসলাম রেনু।

শুক্রবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্ত বরাবর এ লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

লিখিত সূত্রে, শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার ভাটেরার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাটেরা স্কুল এন্ড কলেজ সেন্টারে নৌকার মার্কার পোষ্টার ছিড়ে নিচে ফেলে দেয় স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ সলমানের সমর্থকরা। এসময় নৌকার মার্কার সমর্থকরা ঘটনাস্থলে গেলে ট্রাক মার্কার সমর্থকরা হুমকি ও ভীতি প্রদর্শন করে।

প্রত্যক্ষদর্শী ও লিখিত সূত্রে আরও জানা যায়, ট্রাক প্রতীকের প্রার্থী শফি আহমদ সালমানের ছেলে ইমরান শাফি, পূর্ব খারপাড়া এলাকার মৃত আহমদ উল্লার ছেলে টুটু মিয়া, ইসলামনগর এলাকার কমর উদ্দিনসহ বেশ কয়েকজন নৌকা মার্কার পোস্টার ছিড়ে নিচে ফেলে দেয়।

নৌকার মার্কার প্রধান নির্বাচনী এজেন্ট রফিকুল ইসলাম রেনু মুঠোফোনে বলেন, আমাদের কর্মী সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে। আমাদের প্রার্থীর পোষ্টার ছিড়ে নিচে ফেরা হচ্ছে। আমরা লিখিত অভিযোগ দিয়েছি।

কুলাউড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুর রহমান মামুন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।

হুমকি,আওয়ামী লীগ,অপরাধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close