• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এবারের নির্বাচনে টাকার ছড়াছড়ি অনেক বেশি: চুন্নু

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩১
কিশোরগঞ্জ সংবাদদাতা

নির্বাচনে টাকার ছড়াছড়ি অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

এই সময় কোন কোন মহলের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না আসার জন্য ভোটারদের ভায়-ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, সকাল সকাল ভোটার উপস্থিত কম। তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে পারে। এখান থেকে তো আর সকল কেন্দ্রের ভোটার পরিস্থিতি বলা যাবে না। গত কালকে রাত্রেও এখানে একটি ঘটনা ঘটেছিল। আমি তো আরো অনেক নির্বাচন করেছি, তবে এই নির্বাচনটি অন্যরকম। নির্বাচনে টাকার ছড়াছড়ি অনেক বেশি।

কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ছাড় দিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাহার করা হয়।

তারপরেও আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে চারজন স্বতন্ত্র প্রার্থী মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ভোট যুদ্ধে মাঠে রয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কিশোরগঞ্জ,নির্বাচন,টাকা,জাতীয় পার্টি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close