• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বরিশালে ভোট পড়েছে ৪১ দশ‌মিক ১০ শতাংশ

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৪, ২০:১০
পূর্বপশ্চিম ডেস্ক

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বরিশালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

ব‌রিশালের ছয়টি সংসদীয় আসনে গড়ে ৪১ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শ‌হিদুল ইসলাম। সন্ধ‌্যায় ভোটগ্রহণ শেষে তিনি এ তথ্য জানান।

শ‌হিদুল ইসলাম বলেন, বরিশাল -১ ( গৌরনদী- আগৈলঝাড়া) আসনে ৬০ দশ‌মিক ৫০ শতাংশ, ব‌রিশাল-২ (উ‌জিরপুর-বানারীপাড়া) আসনে ৪০ দশ‌মিক ০৮, ব‌রিশাল-৩ ( বাবুগঞ্জ-মুলাদী) আসনে ৩৪ দশ‌মিক ৩৬, ব‌রিশাল-৪ ( হিজলা-‌মেহে‌ন্দিগঞ্জ) আসনে ৪৩ দশ‌মিক ৯৮, ব‌রিশাল-৫ ( সদর) আসনে ২৯ দশ‌মিক ৮৮, ব‌রিশাল-৬ ( বাকেরগঞ্জ) আসনে ৩৮ দশ‌মিক ৫৬, শতাংশ ভোট পড়েছে।

বরিশাল,ভোট গ্রহণ,দ্বাদশ সংসদ নির্বাচন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close