• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তেজগাঁও বস্তিতে আগুন, মা-ছেলে শেখ হাসিনা বার্নে ভর্তি

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২৪, ১২:৩০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও এলাকার বস্তিতে লাগা আগুনে দগ্ধ মা এবং ছেলেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- নাজমা বেগম (২৫) ও তার শিশু সন্তান মো. নজরুল ইসলাম (৪)। তারা দুজনই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

শুক্রবার(১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

এই বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, তেজগাঁও থেকে আমাদের এখানে দুইজন এসেছেন। নাজমা বেগমের শরীরের ২৪ শতাংশ দগ্ধ এবং তার ছেলে নজরুল ইসলাম ধোয়ায় অসুস্থ হয়েছে। তাদের দুজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

অগ্নিসংযোগ,দগ্ধ,বার্ণ ইউনিট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close