• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মোটরসাইকেলে বগালেক-কেওক্রাডং ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:২২
পূর্বপশ্চিম ডেস্ক

মোটরসাইকেলে বান্দরবানের রুমা উপজেলার বগালেক ও কেওক্রাডং ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত নেয় রুমা উপজেলা প্রশাসন।

পর্যটক আকৃষ্ট বগালেক ও কেওক্রাডং পাহাড় ভ্রমণের সংশ্লিষ্ট সড়কে নির্মাণকাজ চলমান থাকার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কেওক্রাডং যাওয়ার সড়ক ও সেতু নির্মাণের কাজ চলছে। এ কারণে ওই সড়কে মোটরসাইকেল চলাচল নিরাপদ না। তবে পর্যটকরা বান্দরবান জেলা সদর বা যেকোনো স্থান থেকে মোটরসাইকেলে করে রুমা উপজেলা সদর পর্যন্ত আসতে পারবেন।

আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা। এছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান ছাড়াও পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বান্দরবান,পর্যটন,ভ্রমণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close