• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উখিয়ায় ২২ আগ্নেয়াস্ত্রসহ আটক তিন

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:০০
কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির সংলগ্ন গহীন বনে আরসার আস্তানায় অভিযান চালিয়ে ২২টি আগ্নেয়াস্ত্র, চারটি মাইন, শতাধিক গোলাবারুদসহ তিন আরসা সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

আটক তিন আরসা সদস্য হলেন- মো. ওসমান, ইমাম হোসেন ও নেছার হোসেন।

গহীন বনের লাল পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীটির আস্তানায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান কক্সবাজার র‌্যাব-১৫’র অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, বেশ কিছু আরসা সদস্য ক্যাম্পের বাইরে গহীন বনে আস্তানা গড়ে তুলেছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আস্তানা থেকে ২২টি আগ্নেয়াস্ত্র, চারটি মাইন, বিপুল গোলাবারুদসহ তিন আরসা সদস্যকে আটক করা হয়।

ক্যাম্পেগুলোতে আরসাবিরোধী অভিযান জোরদার হওয়ায় তারা গা ঢাকা দিতে প্রায় একমাস ধরে পাহাড়ে আস্তানা গেড়েছে এবং সেখান থেকে ক্যাম্পে ঢুকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পুনরায় পাহাড়ে চলে আসে। বড় ধরনের কোনো নাশকতার চালানোর জন্যই তারা আস্তানা তৈরি করেছিলো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কক্সবাজার,আটক,উখিয়া,আগ্নেয়াস্ত্র

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close