• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতাকর্মীর কারাদণ্ড

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২৪, ২২:৩৫
পূর্বপশ্চিম ডেস্ক

পিরোজপুরের ইন্দুরকানীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতাকে ৭ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন।

আসামিরা হলো- উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে পত্তাশী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম ফকির, পত্তাশী ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আ. মজিদ ফকির, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টুকু, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন ও আ. কুদ্দুস।

মামলার বাদী সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, ২০০০ সালে জমি-জমা সংক্রান্ত বিরোদের জের ধরে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আসামি মোয়াজ্জেম হোসেন তার ক্যাডাররা অপর পক্ষের মো. তোফাজ্জেল হোসেনকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়ে জখম করে। সেই হামলার ঘটনায় আদালত যে রায় প্রদান করেছেন তাতে বাদীর বড় ভাই তোফাজ্জেল হোসেনসহ তাদের পরিবার ন্যায্য রায় পেয়ে সন্তুষ্ট হয়েছেন বলে জানান।

এদিকে আসামি পক্ষের আইনজীবী কাজি জাকির ও শেখ দেলোয়ার হোসেন বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাব। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব।

কারাদণ্ড,আদালত,পিরোজপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close