• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্বাস্থ্যমন্ত্রী: তৃণমূল স্বাস্থ্যসেবার উন্নতি করাই হবে আমার প্রথম কাজ

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৩
পূর্বপশ্চিম ডেস্ক

দেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি করতে হলে তৃণমূলের স্বাস্থ্যসেবায় বিশেষ জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করাই হবে আমার প্রথম কাজ। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে মেডিকেল চিকিৎসা শিক্ষা নিয়েই আমি ডাক্তার হয়েছি। মন্ত্রীও হয়েছি। সুতরাং এই চট্টগ্রাম থেকেই আমার কাজ শুরু হলো।”

শনিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নতুন ৩০ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চমেক হাসপাতালের ছাত্র হিসেবে আইসিইউ ইউনিট উদ্বোধন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এই ইউনিট ভূমিকা রাখবে।”

সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রবিবার প্রি-একনেক মিটিং এ বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে। এরপর ডিপিপি পাস হলেই দ্রুত ১৫০ ওয়ার্ডের শয্যা বিশিষ্ট বার্ন ইউনিটের কাজ শুরু হবে।”

চিকিৎসকদের তৃণমূলে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চিকিৎসকদের তৃণমূলে পাঠাতে ও রাখতে কাজ করব। তবে একইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার কথাটিও ভালো করে মনে রাখতে হবে।”

স্বাস্থ্যমন্ত্রী,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,ডা. সামন্ত লাল সেন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close