• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টেকনাফ সীমান্তে ফের থেমে থেমে মর্টার শেল ও গুলির শব্দ

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০২৪, ১৮:৫৫
পূর্বপশ্চিম ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ফের থেমে থেমে মর্টার ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এলাকাটি হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ও জাদিমোরা গ্রামের মাঝামাঝি লালদিয়ার মধ্যে পড়েছে। ওই সীমান্ত এলাকায় বসবাসরত লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) ভোররাত তিনটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সীমান্তের ও পারে মিয়ানমারের রাখাইনে মর্টার শেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে। হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কদিন টানা গুলি ও মর্টারশেলের শব্দ শোনা গেলেও গতকাল রাতে দীর্ঘক্ষণ শোনা যায়নি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট চলছে। সে দেশের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। টেকনাফ সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নতুন করে কোনো ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে-সে বিষয়ে সতর্ক আছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে। সীমান্তে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

টেকনাফ,সীমান্তে,মিয়ানমার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close