• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইজতেমায় ইবাদত-বন্দেগি, ধর্মীয় আলোচনায় মুসল্লিরা

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৫
নিজস্ব প্রতিবেদক

টঙ্গীতে আম বয়ানের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। আজ ফজর নামাজের পরে হিন্দিতে বয়ান করেন তাবলীগ জামাত ভারতের শীর্ষ মুরুব্বী মাওলানা আব্দুর রহমান। বাংলায় তা তরজমা করে দেন মাওলানা মতিন।

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে শীতের মাঝেই লাখো মুসল্লি কদিন ধরেই অবস্থান করছেন টঙ্গির তুরাগ তীরে। আত্মশুদ্ধি, পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিহত পূর্ণ বক্তব্য শুনছেন আগতরা।

শনিবার(৩ ফেব্রুয়ারি) সারাদিন চলবে ইজতেমার নানাবিধ কার্যক্রম। জোহরের নামাজের পর আম বয়ান করবেন মাওলানা ইসমাইল গোধরা। এছাড়া আজ আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

মাগরিবের পর আবারও শুরু হবে বয়ান, চলবে এশার নামাজ পর্যন্ত। এছাড়া খিত্তাভিত্তিক যে সমস্ত ছোট দল রয়েছে তারা জিম্মাদারের অধীনে নানা ধরনের শরীয়তি প্রশিক্ষণ নিচ্ছেন।

এদিকে, গতকাল শুক্রবার রাতে আরও তিনজন মুসল্লি ইন্তেকাল করেছেন। এই নিয়ে ইজতেমায় ৭ জন মুসল্লির মৃত্যু হয়েছে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি।

বিশ্ব ইজতেমা,ধর্ম,মুসল্লি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close