• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লক্ষ্মীপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৮
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডস্থ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের (পিটিএ) কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ফজলে রাব্বি (মঞ্জু)।

বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট সমাজসেবক-শিক্ষানুরাগী মো. আলমগীর হোসেন রাজু, লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজু, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, গুণিজন মো. সাইফুল ইসলাম নাছিম, শামসুল ইসলাম বাবুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন, মো. মনির উদ্দিন পাটওয়ারী সহ প্রমুখ।

বিদায়ী অবসরপ্রাপ্ত শিক্ষক জহিরুল আলমকে মানপত্র প্রদান করেন ৫ম শ্রণীর শিক্ষার্থী রুবেলা আক্তার রাফিয়া ও জান্নাতুল মাওয়া মিম।

বক্তরা বলেন- একজন শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। জীবনের ৩৮ বছর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম শিক্ষাগত পেশার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর শিক্ষায় হাজার-হাজার শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করে দেশ-বিদেশ চাকরি করছে। আজ আমরা এমন একজন মহান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিচ্ছি।

প্রধান শিক্ষক,অবসর,সংবর্ধনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close