• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাবিতে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৩ | আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৩
পূর্বপশ্চিম ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বাংলাদেশে ধর্ষণের ভুক্তভোগী অনেক নারী ন্যায়বিচার পান না। এমনকি তাদের একটি দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যার ফলে অপরাধীরা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পান।

ঢাবি শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি ধর্ষণের ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচারহীনতারই প্রতিফলন।”

ঢাবির বাংলা বিভাগের ছাত্র মোসাদ্দেক আলী বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা বোনদের ওপর যে নির্যাতন চালিয়েছিল সেই নির্যাতনের প্রতিচ্ছবি গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। এটি কখনও একটি স্বাধীন দেশের বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে না। এ ঘটনার পেছনে যারা ইন্ধন দিচ্ছে তাদের বের করে জাতির সামনে আনতে হবে।

এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে জাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশের কথা জানান ঢাবি শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ: বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগরক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ: বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর

জাবিতে গণধর্ষণ: গ্রেপ্তার চারজনের সাত দিনের রিমান্ড চায় পুলিশজাবিতে গণধর্ষণ: গ্রেপ্তার চারজনের সাত দিনের রিমান্ড চায় পুলিশ

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও বহিরাগত মামুন (৪৫)। ঘটনার মূল অভিযুক্ত মোস্তাফিজুর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেলের অনুসারী হিসেবে পরিচিত।

এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়,ধর্ষণ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close