• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্রীমঙ্গলে অনুষ্টিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫২
মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে অনুষ্টিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্টিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্টান।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা শিল্প একাডেমির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঐতিহ্যবাহী বাহারি পিঠা নিয়ে অনুষ্টিত হয়েছে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্টান। উৎসবে ঐতিহ্যবাহী পিঠার সমাহার সাজিয়ে ১৫টি স্টল নিয়ে বসেন শিক্ষার্থী ও বিভিন্ন নারী উদ্যোক্তারা।

বিকেলে পিঠা উৎসবের স্টল পরিদর্শনে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অতিথিরা বাহারি সব পিঠাপুলির স্টল পরিদর্শন শেষে পিঠার স্বাদ নেন। এছাড়াও পিঠার স্বাদ নিতে উৎসবে ভোজন রসিকরাও অংশ নেন। বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্টান।

শ্রীমঙ্গল,শীতকাল,পিঠা উৎসব

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close