• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বই বিতরণ

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৮
লক্ষ্মীপুর প্রতিনিধি

'পড়ো বই গড়ো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বই বিতরণ করেছে যুবলীগ।

সাবেক জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর উপজেলার ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়।

যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফয়সাল মাল, বিদ্যালয়ের সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন, কেরোয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ছাত্রলীগ নেতা ইমন খান, যুবলীগ নেতা ইয়াছিন পাটোওয়ারী, মিলন আঁটিয়া, ফরহাদ পাটোওয়ারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ ও মিহন ভূঁইয়া প্রমুখ।

জানতে চাইলে যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে শিশুদের মাঝে বাংলাদেশের ভাষা, স্বাধীনতার ইতিহাস ও সংস্কৃতি জাগিয়ে তোলার জন্য প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করেছি। এসময় শিক্ষার্থীসহ যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, শেখ ফজলুল হক মণির রাজনৈতিক জীবন ও দর্শনসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২টি গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

লক্ষীপুর,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বই বিতরন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close