• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নয় রোহিঙ্গা দগ্ধ

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৯
পূর্বপশ্চিম ডেস্ক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত নয় রোহিঙ্গা দগ্ধ হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সফি আলমের মেয়ে মোবাশ্বিরা (৩), আবদুল হাকিমের ছেলে বশির উল্লাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়দা (১১), আমিনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২), সফি আলমের ছেলে রবিউল (৫), আজিজুল হকের ছেলে সোহেল (৫) ও রাসেল (৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভাসানচরের ৮১ নম্বর ক্লাস্টারের আবদুর শুক্কুরের পরিবারের রান্না কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। বাতাসের সঙ্গে চারদিকে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের বাসিন্দা ও আশপাশে থাকা নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়। আর অপর এক শিশু ছুটোছুটি করার সময় আহত হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া জানান, দগ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

রোহিঙ্গা,অগ্নিকাণ্ড,নোয়াখালী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close