• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাসিরনগরে মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ:  ১৪ মার্চ ২০২৪, ১৫:৩৮
আকতার হোসেন ,নাসিরনগর প্রতিনিধি×

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দ্রব্যমূ্েযর উর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া । আজ বৃহস্পতিবার দুপুরে (১৪ মার্চ ) উপজেলা সদর বাজারের সার্বিক পরিস্থিতি দেখতে যান উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমরানুল হক ভূইয়া ও থানার অফিসার ইনচার্জ মো: সোহাগ রানা । এসময় তিনি মুদির দোকান,সবজির দোকান, ফলের দোকান,মুরগির দোকানে অভিযান চালান। অভিযানে মূল্য তালিকা না রাখায় চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকার জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়।

এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তার সিএ বিল্লাল হোসেনসহ আইন-শৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমরানুল হক ভূইয়া অভিযানের কথা স্বীকার করে জানান,রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে । কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আকতার হোসেন ,নাসিরনগর প্রতিনিধি,নাসিরনগর,জরিমানা,ব্যবসায়ী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close