• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নড়াইলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৩
শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি বিলের ধানের মধ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে।

বুধবার (৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে যশোর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে পিটি ৬-২৭২০ মডেলের বিমানটি। বিকাল সাড়ে ৩টার দিকে যান্ত্রিক ক্রটির কারণে চালক বিমানটি নড়াইলের বিলের মাঝে ধান ক্ষেতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানের পাইলট মাহফুজ ও পাইলট নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারো কোনো ধরনের ক্ষতি হয়নি। বিমানের পাইলট নাদিম ও মাহফুজকে অক্ষত অবস্থায় হেলিকপ্টার যোগে যশোর বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে ।

এব্যাপারে নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল,বিমানবাহিনী,অবতরণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close