• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৪১ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে পাবনা

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২৪, ১৮:৫৫
পূর্বপশ্চিম ডেস্ক

তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তরের জেলা পাবনা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘরে কিংবা বাইরে কোথাও মিলছে না স্বস্তি। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ ও প্রাণীকুল।

শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বোচ্চ।

এর আগে, বৃহস্পতিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক বলেন, ঈশ্বরদীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এছাড়া আকাশে মেঘের উপস্থিতি কম এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় তীব্র তাপ অনুভূত হচ্ছে। সহসা বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানান এ কর্মকর্তা।

টোর্ধ্ব অটোরিকশাচালক মহির উদ্দিন বলেন, ‘এত্তো গরম আর তাপ বাপু জীবনে কুনুদিন দেহি নাই। রোদের মধ্যি যাওয়াই যাচ্ছে না। মনে হচ্ছে শরীরের মধ্যি আগুন লাগতিছে।’

তাপমাত্রা,সর্বোচ্চ তাপমাত্রা,পাবনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close