• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদ্রাসার কাছে বিক্রি হলো সিনেমা হল

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৪, ১৭:৫৭
পূর্বপশ্চিম ডেস্ক

নানা কারণে সিনেমা হলবিমুখ হয়ে পড়েছে দেশের সাধারণ মানুষ। এক সময় যে হলগুলোর ব্যবসা ছিল জমজমাট সেখানে দেখা নেই দর্শকের। এক সময় ঢাকার পাশের জেলা নরসিংদীতে সিনেমা হল ছিল ১৯টি। বর্তমানে সেখানে ২-৩টি সিনেমা হল চালু থাকলেও তেমন সাড়া নেই দর্শকদের। যার কারণে বাকি সিনেমা হলগুলো বন্ধ হওয়ার পথে।

এক সময় নরসিংদীর রায়পুরার হাসনাবাদ এলাকার দর্শকপ্রিয় ছিল ‘ছন্দা’ সিনেমা হল ছিল সমাদৃত। দর্শকদের হলবিমুখতাসহ নানা কারণে এ ব্যবসায় নেমেছে ধস। তাই এর পাশের এতিমখানা মাদ্রাসার কাছে হলটি বিক্রি করেছেন মালিক।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে হল এলাকায় দেখা যায়, রাস্তার পাশে একটি ব্যানার সাঁটানো হয়েছে। এতে লেখা রয়েছে, ‘আলহামদুলিল্লাহ ছন্দা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তিমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা, বায়না মূল্য ২০ লাখ টাকা। সদকায়ে জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। প্রচারে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।’

সিনেমা হলের মালিকপক্ষ বলছে, করোনার পর থেকে নানা কারণে সিনেমা হলে দর্শকের উপস্থিতি কমেছে। ব্যবসায় নেমেছে ধস। ইতিমধ্যে হলটি বায়না দলিলে বিক্রির প্রাথমিক প্রক্রিয়া শেষ।

ইদরিসিয়া দারুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. মোকাররম হোসাইন বলেন, ‘জানতে পারি মালিকপক্ষ হলটি বিক্রি করে দেবে। স্থানীয়রা চিন্তা করে হলটি মাদ্রাসার জন্য ক্রয় করার পরিকল্পনা নেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে ১ কোটি ৩০ লাখ টাকা ধরে, ২০ লাখ টাকায় বায়না দলিল করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩৩ লাখ টাকা জমা পড়েছে। সকলের সহযোগিতা নিয়ে মাদ্রাসাটির নামে ওই স্থাবর সম্পত্তি ৩৩ শতক জমি ওয়াকফ দলিল করা হবে।’

ছন্দা সিনেমা হল,সিনেমা হল বিক্রি,চলচ্চিত্র

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close