• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, বললেন ব্যারিস্টার সুমন

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৪, ০০:১৫
পূর্বপশ্চিম ডেস্ক

আমার বিরুদ্ধে সারা দেশে ষড়যন্ত্র চলছে, আমাকে হত্যা নতুবা বেইজ্জত (অসম্মান) করার বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন। তিনি বলেন, আমার অপরাধ আমি সব বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেই। তবে আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক চুনারুঘাট-মাধবপুরের ৭ লক্ষ মানুষের দোয়া থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চাল ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, দেশের কিছু আত্মঘাতী মানুষ বঙ্গবন্ধুকে ছয় মাস বাঁচতে দেয়নি। যিনি এই দেশ স্বাধীন করেছিলেন। এদের বংশধররা বঙ্গবন্ধুর আদর্শের কোন সৈনিককে ভালো থাকতে দিবে না।

চুনারুঘাট উপজেলা হল রুমে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট ইউএনও (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম মাহবুব।

এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, ডা. প্রিয়াঙ্কা, দেওরগাছ ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান নোমান ফরাজী, শানখলা ইউপি চেয়ারম্যান অ্যাড. নজরুল ইসলাম, পিআইও প্লাবন পাল প্রমুখ।

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারের কাছে ঢেউটিন, চাল ও নগদ টাকা বিতরণ করা হয়।

হবিগঞ্জ,চনারুঘাট,ব্যারিস্টার সুমন,হত্যা,ষড়যন্ত্র

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close