• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তীব্র তাপপ্রবাহে বাড়ছে শিশু ডায়রিয়া রোগী

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৪, ১৮:১৪
পূর্বপশ্চিম ডেস্ক

গরমের তীব্র তাপমাত্রার জেলা হিসেবে দেশের শীর্ষে অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গায় গত ৪ দিনে গরমের টানা উত্তাপের কারণে জেলার ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলো চরম কষ্টে দিন পার করছে।

গরমে একটু স্বস্তি ও তৃষ্ণা নিবারণের জন্য ফুটপাতের শরবতের দোকান ও ঠান্ডা পানীয় পান করছে জেলার পথচারী ও সাধারণ মানুষ। চুয়াডাঙ্গায় ভৌগোলিক ও মহাকাশীয় কর্কটক্রান্তীয় বিষুব রেখার কারণে প্রতিবছর গরমের সময় গরম ও শীতের সময় তীব্র শীত অনুভূত হয়।

গত এক সপ্তাহে চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এই রেকর্ড ভেঙে গত শনিবার দুপুর ৩টায় তাপমাত্রা রেকর্ড করা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ১৮ শতাংশ। আজ রোববার (২১ এপ্রিল) ৪২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এমতাবস্থায় খুব বেশী তিব্র গরমে কোন কাজকর্ম করতে পারছে না জেলার কৃষক ও ছিন্নমূল মানুষেরা। ভ্যাপসা গরমের তীব্রতায় পুড়ে যেন নাভিশ্বাস অবস্থা তাদের দৈনন্দিন জীবনে।

এদিকে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে জেলার শিশু ও বয়োবৃদ্ধরা। জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাক্তার শফিউল্লা জানান, গত ১ সপ্তাহ যাবত তীব্র তাপদাহে হাসপাতালে রুগীর সংখ্যা বেড়েই চলেছে গতকাল শনিবার থেকে আজ রবিবার পর্যন্ত ১৯ থেকে ২৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে সবই শিশু। এছাড়াও বয়োবৃদ্ধ ডায়রিয়া রেগীর ও চাপ আছে। তবে এখনো পর্যন্ত হিট স্টোক জনিত কোন রোগী আসেনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.- উম্মে ফারহানা জানান, হাসপাতালগুলোতে দিনদিন বেড়েই চলেছে রোগীর সংখ্যা। তিনি আরও জানান জেলার চিকিৎসকরা এই গরমের অতিরিক্ত তাপমাত্রার কারণে ছায়াযুক্ত স্থানে থাকা ও বেশী করে পানি পান করার পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক তহমিনা নাসরিন জানান, আগামী এক সপ্তাহে গরমের তীব্রতা আরও বাড়ার সম্ভবনা রয়েছে।

তিনি জানান, মহাদেশীয় কর্টকক্রান্তি রেখা এই জেলার ওপর দিয়ে অতিবাহিত হওয়ার কারণে এই জেলায় শীতের সময় অতিরিক্ত শীত ও গরমের সময় অতিরিক্ত গরম বেশী অনুভুত হয়।

গরম,তাপমাত্রা,চুয়াডাঙ্গা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close