• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৪২ ডিগ্রি ছুঁয়েছে পাবনার তাপমাত্রা

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৪, ২০:৫৫
পূর্বপশ্চিম ডেস্ক

দেশের বিভিন্ন স্থানের মতো তাপপ্রবাহে পুড়ছে পাবনা। এ জেলায় ঘরে-বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না। চারপাশে কাঠফাটা রোদ। মাটি থেকেই তাপ উঠছে।

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় ধারাবাহিকভাবে তাপমাত্রা বেড়ে চলেছে।

রবিবার (২১ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুমে এ জেলায় সর্বোচ্চ। শনিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, “ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ। এ তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনই বলা যাচ্ছে। সন্ধ্যার পর অন্যান্য জেলার তথ্য নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যাকালীন বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।”

এদিকে, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবন। বিশেষ করে কৃষক, রিকশচালক, ভ্যানচালক, ইটভাটার শ্রমিকসহ দিনমজুররা বিপাকে পড়েছেন। এছাড়াও তীব্র গরমে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সব বয়সী মানুষ।

আবহাওয়া,আবহাওয়া অধিদপ্তর,পাবনা,তাপপ্রবাহ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close