• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লক্ষ্মীপুরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশ:  ২২ এপ্রিল ২০২৪, ২২:৪১
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম প্রমুখ।

সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, জাতীয় পেনশন স্কীমে চট্টগ্রাম সেরা। লক্ষ্মীপুর জেলায় এ পর্যন্ত প্রায় ৩৫০ জন মানুষ স্কীমে রেজিষ্ট্রেশন করেছে তবে আমার রেজিষ্ট্রেশন কার্যক্রম আরও বেশী করার জন্য বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছি। সকল মানুষের উচিত পেনশন স্কীমে আওতায় আসা। ভবিষ্যত নিরাপত্তার জন্য মানুষে এই স্কীমে সেবা নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

সার্বজনীন পেনশন স্ক্রিম,লক্ষ্মীপুর,মত বিনিময় সভা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close