• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০২৪, ১৮:৩৯
পূর্বপশ্চিম ডেস্ক

গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে পাওয়ার ট্রান্সফরমারে লাগা আগুন ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার সময় কোনাবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ১০ মেগাওয়াট ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজনের মধ্যে ভয় কাজ করতে থাকে। বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জেনারেল ম্যানেজার কামাল হোসেন বলেন, ‘এটি ১০ মেগাওয়াট পাওয়ার ট্রান্সফরমার। এখান থেকে শুধু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। লোডশেডিংয়ের কারণে হাফ মেগাওয়াটে সার্ভিস দিচ্ছিলাম। সম্ভবত অতিরিক্ত গরমের কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।’

আগুন,পল্লী বিদ্যুৎ,গাজীপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close