• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাতীয় শোক দিবসে আ.লীগ নেতার ভাই'র বি‌য়ে

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ১০:০০ | আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১০:৩৮
কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় শোক দিবসে দলীয় কর্মসূচির পরিবর্তে আপন ছোট ভাইয়ের বিয়ে দিয়ে অালোচিত হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার অামলা ইউনিয়ন পরিষদের সদস্য এবং ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

বুধবার (১৫ আগস্ট) তার ছোট ভাই ইমারুল ইসলামের বিয়ে। দুপুরে ৫০জন বরযাত্রী নিয়ে বর যাবে বিয়ে করতে।

এদিকে গেল রাত সাড়ে ১২টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যখন অশ্রুময় সমগ্র বাঙ্গালী জাতি তখন ঐ আওয়ামীলীগ নেতা তার বাড়িতে রাতভর আলোকসজ্জা দিয়ে নাচগান করেছে।

বুধবার সকাল থেকেই আবারো শুরু হয়েছে নাচগান। এতে ফুঁসে উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা।

ওয়ার্ড আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি মাসুদ রানা জানান, আমরা ইতিপূর্বে দেখেছি ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করতে। তবে এবার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ভাইয়ের বিয়ের কারণে স্থানীয়ভাবে শোক দিবস পালন হচ্ছে না। তবে আমরা ইউনিয়ন আওয়ামী লীগের শোক সভায় যোগ দেব।

তিনি আরো জানান, স্থানীয় ইউপি সদস্য এবং ওয়ার্ডের সভাপতি হওয়ায় তার দাপটে আমরা কথা বলতে পারিনা। তবে শোক দিবসে এমন কর্মকাণ্ড আমাদের বোধগম্য নয়।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, এটা রীতিমতো আমাদের অপমান করা। জাতীয় শোক দিবসকে অবমাননা করা। আমরা ঐ আওয়ামীলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, আজকে আমার ভাইয়ের বিয়ে। আমি কিছু বলতে পারবো না।

এ ব্যপারে জানতে চাইলে আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, আমি তাকে শোক দিবসে বিয়ে না দেওয়া জন্য আহবান জানিয়ে ছিলাম । তবে তিনি আমার কথা শোনেননি। আমরা তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করবো।

/পি.এস

কুষ্টিয়া,আ.লীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close