• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুদকের মামলায় বরিশাল মহানগর জাপার সাবেক সভাপতি জেলে

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৬ | আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৫
বরিশাল প্রতিনিধি

বরিশাল মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আলফাজ উদ্দিন জসিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংক থেকে ৭২ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) জসিম ওই মামলায় বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজিরা দিয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক মহসিন-উল হক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, জসিম তার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমজেএলকে জেভি এন্টারপ্রাইজের নামে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ঢাকা ব্যাংকের ওডি হিসাব নম্বর থেকে বিভিন্ন তারিখে ৯০ লাখ টাকা তার হিসাব নম্বরে জমা করেন। পরবর্তীতে ঢাকা ব্যাংকে ১৭ লাখ ৮৬ হাজার টাকা ফেরত দেন। কিন্তু ৭২ লাখ ১৪ হাজার টাকা তৎকালীন ব্যাংকের অডিট ম্যানেজার একে এইচ এম আসাদুজ্জামান ও ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবিরের যোগসাজশে আত্মসাত করেন। এ ঘটনায় ২০১৩ সালের ৬ আগস্ট ঢাকা ব্যাংক বরিশাল শাখার ম্যানেজার আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই আদালত তখন মামলাটি দুদক বরিশাল কার্যালয়কে তদন্তের নির্দেশ দেন।

২০১৮ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এবিএম আব্দুর সবুর অভিযোগ তদন্ত শেষে জসিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পিবিডি/জিএম

বরিশাল মহানগর,জাতীয় পার্টির,কারাগার,দুদক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close